Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Birth Registration
Details

নতুন নিয়মে জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র  নিয়মাবলী

জন্ম নিবন্ধন করতে এখন যা যা বাধ্যতা মূলক অব্যশই আপনাকে সব গুলো ডকুমেন্ট সাথে নিয়ে আসতে হবে ।

জন্ম নিবন্ধন আবেদন বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বিষয়াদির বিবরনঃ

#বয়স  হতে ৪৫ দিন হলে

*ইপিআই(টিকার)কার্ড

*পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।

#বয়স ৪৬ দিন হতে ৫বছর হলে

*ইপিআই(টিকার)কার্ড

*স্বাস্থ্য কর্মীর প্রত্যয়ন পত্র।

*পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কার্ড।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।

#বয়স  বছরের অধিক হলে

*শিক্ষাগত যোগ্যতার সনদপত্র(পিএসসি,জেএসসি,এসসি)শিক্ষা যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারী হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ এর ১নং কলামে স্বাক্ষরসহ সীল মোহর।

*উলেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পর সে ক্ষেত্রে পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে সেই ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতা মূলক।

*যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত্যু হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক।

*যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত্যু হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে।

*আবেদনকারী/অভিভাবকের মোবাইল নাম্বার।

*ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের ছবি।

#আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপি সদস্যা কর্তৃক সত্যায়িত করতে হবে।

#আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র আবেদন জমা দেওয়ার সময় মূলকপি প্রদর্শন করতে হবে।

#উপরোক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদন কোন প্রকার গ্রহনযোগ্য নয়।

Attachments
Publish Date
29/10/2024
Archieve Date
01/10/2026