Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ফকির আশরাফ কলেজ
বিস্তারিত

ফকির আশরাফ কলেজ, কলেজ রোড, ডাকঘর- ফকিরের বাজার, উপজেলা- বারহাট্টা, জেলা- নেত্রকোণা। কলেজ কোডঃ ৮২৬১, ইআইএম নং- ১৩১৯৪৬ . 

বর্ণনাঃ প্রস্তাবিত ফকির আশরাফ কলেজটি নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ৭নং রায়পুর ইউনিয়নে গুরম্নত্বপূর্ন ব্যবসা কেন্দ্র ফকিরের বাজারে অবস্থিত। দক্ষিণ মুখী কলেজ ভবনের সামনে দিয়ে (চারশ গজ দূর) কংশ নদী প্রবাহিত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কলেজের চারপাশ। 

কলেজটি বারহাট্টা উপজেলায় রায়পুর ইউনিয়নে অবস্থিত হলেও মুলত চারটি উপজেলায় ৭টি ইউনিয়নের জনগণ উপকৃত হবে। ইউনিয়ন সমূহ হচ্ছে- বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন, কলমাকান্দা উপজেলার কৈলাটী ও হুগলা ইউনিয়ন, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন এবং নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা, কালিয়ারা কাবরাগাতী ও মেদনী ইউনিয়ন। এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে। পুলিশ ফাঁড়ির পাশেই কলেজটি অবস্থিত। ৭টি ইউনিয়নের জনসংখ্যা ১৭৫০০০। 

প্রতিষ্ঠার তারিখঃ ০৭/০৪/২০০৫ খ্রিঃ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি প্রদান করেন স্মারক সংখ্যা- ৪৮২, কলেজ স্বীকৃতি- ২০০৫, অংশ- ১- ২০২২, তারিখ- ২২/০৮/২০০৬ খ্রিঃ  প্রাথমিক অনুমতি প্রদান করে। পঠিত বিষয় সমূহ-  বাংলা, ইংরেজী, পৌরনীতি, অর্থনীতি, সমাজ কল্যাণ, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ, পরিসংখ্যান বিষয়ে প্রাথমিক অনুমতি  প্রদান করেন।